নারী-পুরুষের বিয়ের সঠিক বয়স কত
নারী-পুরষের বিয়ের বয়স নিয়ে আলোচনা সমালোচনার শেষ নেই। কেই বলে কুড়িতেই নারী হয়ে যায় বুড়ি, তাই কুড়ি বছর হওয়ার আগেই নারীদের বিয়ে দেওয়া উচিত। এক্ষেত্রে পুরুষদের বেলায় প্রতিষ্ঠিত হওয়ার একটা ব্যাপার আছে। প্রতিষ্ঠিত না হওয়ার আগে নাকি পুরুষদের বিয়ে করতে নেই।
তবে গবেষণা বলছে, বয়স যত কম থাকবে, মনের মতো সঙ্গী পাওয়ার সম্ভাবনা তত বাড়বে। ২৫-এর মধ্যে বিয়ে করা গেলে সবচেয়ে বেশি থাকে মানানসই সঙ্গী পাওয়ার সুযোগ।
আমেরিকার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের চালানো এক সমীক্ষায় এমন তথ্য উঠে এসেছে।
বিয়ে নিয়ে যখন সমীক্ষা চালানো হয়, তার মূল বিষয় থাকে সম্পর্কের ধরণ। কতটা সুখী হবে দাম্পত্য। কিন্তু দাম্পত্যসুখের আড়ালেই রয়েছে আর একটি বিষয়। তা হল, যাপনসুখ। যে নিজের যাপনের ধরণ নিয়ে যতটা সন্তুষ্ট হবে, ততটাই বাড়বে আয়ু। নতুন সমীক্ষা এরকমই তথ্য উঠে এসেছে।
আর সেই সমীক্ষা চালাতে গিয়েই দেখা গেল, মেয়েদের মতো ছেলেদেরও কম বয়সে বিয়ে করলেই সুখে থাকার আশা বেশি।
গবেষণার ফলাফলে আরও বলা হয়েছে- মনের মতো সঙ্গী পেলে মানসিক চাপ কম হয়। বিয়ে বেশি দিন টিকে। আর সংসার সুখের হলে আয়ুও বেশি হওয়ার সম্ভাবনা থাকে।