বিএনপিকে নির্বাচনে যাওয়ার উপায় বলে দিলেন মেজর হাফিজ
সব কিছু ঠিক থাকলে আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তফসিল ঘোষণা চলতি মাসেই। নির্বাচন আয়োজনে ইসির প্রস্তুতিমূলক সব কাজ প্রায় শেষের দিকে। তবে, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বিএনপি নির্বাচনে যাবে না বলে সাফ জানিয়েছে। অন্যদিকে, সংবিধান মেনে শেখ হাসিনার অধীনেই নির্বাচন করতে অনড় ক্ষমতাসীনরা। এ অবস্থায় বিএনপিকে নির্বাচনে যাওয়ার নতুন ‘পথ’ দেখালেন দলটির ভাইস চেয়ারম্যান মেজর (অব) হাফিজ উদ্দিন।
মঙ্গলবার (৭ নভেম্বর) দুপুরে গণমাধ্যমকে তিনি বলেন, আন্তর্জাতিক মধ্যস্থতায় বিএনপির নির্বাচনে যাওয়ার উচিত। বিএনপি নির্বাচনে গেলে আমি সেই নির্বাচনে অংশ নেব।
নতুন দল গঠনের গুঞ্জনের বিষয়ে মেজর হাফিজ বলেন, শারীরিকভাবে অসুস্থ থাকায় এই মুহূর্তে রাজনীতি নিয়ে কোনো চিন্তা-ভাবনা করছি না। রাজনীতির খবর রাখার মতো শারীরিক অবস্থা আমার নেই।
এর আগে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছিলেন, অনেকেই ‘তৃণমূল বিএনপি’তে যোগ দিতে লাইন ধরে আছেন। অন্যদিকে বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর হাফিজের নেতৃত্বে আরও একটি দল হতে যাচ্ছে। তারা শিগগিরই ঢাকায় কনভেনশন করবেন। সুতরাং বিএনপি নির্বাচনে অংশগ্রহণ না করলেও নেতাদের অংশগ্রহণ ঠেকাতে পারবে না।
তথ্যমন্ত্রীর এমন বক্তব্যের পর রাজনৈতিক অঙ্গন ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। যদিও মেজর হাফিজ বলেছেন, তিনি এখনও বিএনপিতে আছেন।
উল্লেখ্য, হাফিজ উদ্দিন ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) থেকে ছয়বারের নির্বাচিত সংসদ সদস্য। ২০০১ সালে খালেদা জিয়া সরকার গঠন করলে সেই সরকারে তিনি পানিসম্পদমন্ত্রী ছিলেন। দীর্ঘ এক যুগের বেশি সময় ধরে বিএনপির ভাইস চেয়ারম্যান হিসেবে রয়েছেন তিনি।