প্রধানমন্ত্রী না থাকলে কী হবে বুকে হাত দিয়ে জানালেন মাশরাফি
‘চায়ের দোকানে বসে নমিনেশন দিয়ে দিয়েন না, কে নমিনেশন পাবে আপা বুঝবেনে’ দলীয় নমিনেশন ইস্যুতে এ কথা বলেন নড়াইল-২ আসনের এমপি মাশরাফি বিন মর্তুজা।
১৩ নভেম্বর খুলনায় সভানেত্রী শেখ হাসিনার জনসভা সফল করতে আজ মঙ্গলবার সকালে জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় এ কথা বলেন তিনি।
মাশরাফি বিন মর্তুজা বলেন, ‘বুকে হাত দিয়ে বলছি, প্রধানমন্ত্রী যাকে নমিনেশন দেবেন আমি প্রথম এসে নির্বাচনে নামব। প্রধানমন্ত্রী যে আসনে আছেন সেটি আগে ঠিক করি, তারপর আমরা বসব।
জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. সুবাস চন্দ্র বোসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নিজামউদ্দিন খান নিলুর পরিচালনায় বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাহাউদ্দিন নাসিম। এ ছাড়া আরো বক্তব্য দেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক, সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, সদস্য নির্মল চট্টোপাধ্যয়, বিভিন্ন ইউনিটের সভাপতি।
এদিকে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে সাধারণ সম্পাদক নিলু খান এবং মাশরাফি দুই গ্রুপ আলাদা স্লোগান দিলে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়।